৬৪ জেলা ২৫০ উপজেলা
৯,০০,০০০ যুব
৬০% যুব নারী
জুলাই ২০২৩ - ডিসেম্বর ২০২৮
বাংলাদেশ সরকারের অনুদান এবং বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় Economic Acceleration and Resilience for NEET (EARN) শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় ২০২৮ সালের মধ্যে পাঁচ লাখ NEET যুব নারীসহ মোট নয় লাখ যুবকে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভূক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যারা বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
EARN প্রকল্প কর্মমুখী, উপযুক্ত ও পরিবেশবান্ধব খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি এবং একইসঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করবে। এসব কাজের মধ্য দিয়ে বিপুল যুব জনগোষ্ঠীকে, বিশেষ করে যুব নারীদের বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভূক্তি নিশ্চিত করবে।
প্রকল্পের সংক্ষিপ্ত পটভূমি ও যৌক্তিকতা
যুবসমাজের মধ্যে EARN জনগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে EARN জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ কোটি ৮২ লক্ষ, যাদের মধ্যে প্রায় ২৯ লক্ষ পুরুষ এবং ১ কোটি ৫৩ লক্ষ যুব নারী (সুত্র: বিবিএস জনশুমারি, ২০২২)।
EARN জনগোষ্ঠীর সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস করে ২০৩০ সালের মধ্যে প্রায় ৯ লক্ষ শ্রমশক্তি তৈরি করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তর প্রক্রিয়াকে সহায়তা করার জন্য প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।
প্রকল্পের উদ্দেশ্য
EARN তরুণ-তরুণী, বিশেষ করে গ্রামীণ নারীদের শিক্ষা ও দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিপূর্বক অধিকতর অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণে উৎসাহিত করা।
EARN তরুণ-তরুণীর সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস করা এবং ২০৩০ সালের মধ্যে অগ্রাধিকার খাতে পর্যাপ্ত দক্ষ শ্রমশক্তি (প্রায় ৯ লক্ষ) তৈরি করে বাংলাদেশে অর্থনৈতিক রূপান্তর এবং এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় সহায়তা করা।
১৫ থেকে ৩৫ বছর বয়সী জনগোষ্ঠী, যারা বর্তমানে কোনো প্রকার আনুষ্ঠানিক/উপানুষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ এবং উপার্জনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত নয়, তাদের NEET (Not in Education, Employment or Training) নামে অভিহিত করা হয়। নয় (৯) লাখ বাংলাদেশি NEET যুব (তার মধ্যে কমপক্ষে শতকরা ৬০ ভাগ নারী, শতকরা দুই ভাগ ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী এবং শতকরা এক ভাগ বিশেষ চাহিদাসম্পন্ন) এই প্রকল্পের সরাসরি সুবিধাভোগী হিসেবে বিবেচিত হবে।
প্রকল্পের অভীষ্ট সুবিধাভোগীদের বিবরণ নিম্নরূপ:
১৫-৩৫ বছর বয়সী পাঁচ লাখ NEET যুব (তার মধ্যে কমপক্ষে তিন লাখ নারী), যারা ন্যূনতম পঞ্চম শ্রেণি পাস।
প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন SEB ও EDT প্রশিক্ষণ দুই লাখ NEET যুব (তার মধ্যে কমপক্ষে এক লাখ ২০ হাজার নারী), যারা অন্য কোনো প্রকল্প/প্রতিষ্ঠান থেকে প্রযুক্তিগত/কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করছে অথবা এসএসসি/ এইচএসসি/ তদূর্ধ্ব যোগ্যতাসম্পন্ন।
১৫-১৯ বছর বয়সী এক লাখ NEET যুব (তার মধ্যে কমপক্ষে ৬০ হাজার নারী), যারা ২০১৯ সাল এবং তৎপরবর্তী সময়ে মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়েছে।
৫০ হাজার NEET যুব (তার মধ্যে কমপক্ষে ৩০ হাজার নারী), যারা নির্বাচিত উপজেলায় নিবন্ধিত যুব ক্লাবের সদস্য।
২৫ হাজার NEET যুব (তার মধ্যে কমপক্ষে ১৫ হাজার নারী), যারা EARN প্রকল্পের আওতায় অনলাইন কোর্সের জন্য নিবন্ধন করবে।
২৫ হাজার NEET যুব (তার মধ্যে কমপক্ষে ১৫ হাজার নারী), যারা সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত (বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী ইত্যাদি) এবং হার্ড-টু-রিচ অঞ্চলে (চর/হাওর/পার্বত্য অঞ্চল/ উপকূলীয় অঞ্চল/চা-বাগান ইত্যাদি) বসবাসকারী।
যুব প্রশক্ষিণ
(৩,০০,০০০ নারী)
(১,২০,০০০ নারী))
(৬০,০০০ নারী)
(৩০,০০০ নারী)
(১৫,০০০ নারী))
(১৫,০০০ নারী)
It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking
It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout.